ঐতিহ্যবাহী জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় এলেঙ্গা পৌরসভার প্রাণকেন্দ্রে ১৫০ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত।
বিদ্যালয়টি এলেঙ্গা গ্রামের কৃতি সন্তান বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য ওনার মায়ের নামে প্রতিষ্ঠা করেন। সৃষ্টি লগ্ন থেকেই এই বিদ্যাপিঠটি অত্র অঞ্চলের নারী শিক্ষা উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করে আসছে।
বিগত সালের বোর্ড পরীক্ষার ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়টিতে একটি তিন তলা, একটি দুই তলা ও দুইটি টিনসেট ভবন আছে।
সর্বক্ষনিক ওয়াই-ফাই যুক্ত একটি আধুনিক আইসিটিডি ডিজিটাল ল্যাব আছে, যেখানে ১৭টি ল্যাপটপ, ১৭টি টেবিল, ৩৩টি চেয়ার, একটি স্মার্ট এলইডি টিভি, একটি লেজার প্রিন্টার, একটি স্ক্যানার,
একটি হোয়াইট বোর্ড, ১ টি এক্টিভিটি বোর্ড, ১টি ওয়েব ক্যামেরা, ১টি আইপি ক্যামেরা, ১টি রাউটার, ১টি নেটওয়ার্ক সুইচ আছে। একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে, যেখানে একটি স্মার্ট টিভি ও একটি ল্যাপটপ আছে।
একটি মানসম্মত গ্রন্থাগার আছে। এর এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর হল ১১৪২৯৬। প্রতিষ্ঠানটি স্থাপিত হয় ০১ জানুয়ারী, ১৯৬৯ সালে। প্রতিষ্ঠানটি বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা এই তিন ধরনের বিভাগ চালু আছে।
০১-০৯-১৯৮৪ সালে বিদ্যালয়টি এমপিওভূক্ত হয়। এর এমপিও নম্বর হল ৪২০৬০২১৩০২। এর ব্যবস্থাপনা হচ্ছে ম্যানেজিং। জিতেন্দ্র বালা বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে। প্রতিষ্ঠানটি ৪ নং নির্বাচনী এলাকায়।